সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

২ ম্যাচ নিষিদ্ধ রাজা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। অবশ্য শাস্তির মুখে পড়েছেন আয়ারল্যান্ডের দুই খেলোয়াড় কার্টিস ক্যাম্ফার ও জশ লিটলও। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের দিকে ব্যাট নিয়ে তেড়ে যাবার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন রাজা।
রাজাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। এর ফলে রাজার মোট ডিমেরিট পয়েন্ট এখন চার। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হলেন রাজা। রাজার বদলে সিরিজের বাকি দুই ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন সেন উইলিয়ামস।
রাজার পাশাপাশি শাস্তি পেয়েছেন আয়ারল্যান্ডের দুই ক্রিকেটার ক্যাম্ফার ও জশ লিটল। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তারা। ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন ক্যাম্ফার ও লিটল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com