বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

নান্দাইল উপজেলা প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও হানাদার মুক্ত দিবস পালিত

আল-আমিন কাজল (নান্দাইল) ময়মনসিংহ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহের নান্দাইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নান্দাইল উপজেলা প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নান্দাইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২ টায় এ উপলক্ষ্যে নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে নান্দাইল কেন্দ্রীয় স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান ভূঁঞা বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুজ্জামান বাবুলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নান্দাইল উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, কিশোরগঞ্জ পাগলা মসজিদের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা এ.এম.জে সাদেক, নান্দাইল সামাজিক উদ্যোগ (নাসাউ)র আহবায়ক প্রভাষক অরবিন্দ পাল অখিল, নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাশিদ মাষ্টার, সহ-সভাপতি প্রভাষক খায়রুল আলম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক জাহিদুল আলম, আশরাফুল আলম জালাল মাষ্টার, অর্থ সম্পাদক ও দৈনিক খবরপত্র নান্দাইল উপজেলা প্রতিনিধি আল-আমিন কাজল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি কামরুল হাসান জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। নান্দাইল হানাদার মুক্ত করার ইতিহাস সম্পর্কে সভায় বিশদ আলোচনা করা হয়। মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য-১১ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে নান্দাইল হানাদার মুক্ত হয়েছিল। তাই এই দিনটিকে স্মরণ রাখতে ২০১৫ সালে এই দিনে নান্দাইল উপজেলা প্রেসক্লাব নামে সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com