বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

ফিতা কেটে গতকাল ১২ ডিসেম্বর সকাল ১০টায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করেছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। তার সঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি জানান সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। এ প্রসঙ্গে ‘প্রিয়তমা’ খ্যাত এ পরিচালক বলেন, ঢাকায় ৪ দিন শুটিং করব। তারপর ১২ দিন শুটিং হবে পাবনায়। এরপর সামনের বছর শুটিং করব আমেরিকাতে।
জানা গেছে, ‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে। এদিকে হলিউডে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী কোর্টনি কফি। সেসবের মধ্যে রয়েছে ‘ডোমিনোস’, ‘রিভেঞ্জিং অ্যাঞ্জেলস কাল দ্য হার্ড’, ‘দ্য স্টর্ম’ সিনেমাগুলো। সিনেমাগুলো ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। ‘রাজকুমার’সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করবেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com