ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, সম্প্রতি প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতাকর্মীদের অভিযুক্ত করে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক ফরমায়েশি রায় দেয়া হচ্ছে। গত ১১ ডিসেম্বর ২০১৩ সালে দায়ের করা মিথ্যা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে নূন্যতম আইনের সুযোগ না দিয়ে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত রায়ে কারাদন্ড দেয়া হয়েছে। ইতিমধ্যে আইনজীবীগণ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, এই মামলা ট্রায়ালের জন্য যে আইনী সুযোগ-সুবিধা পাওয়া দরকার, সেই সুযোগ দেয়া হয়নি। আদালতে অভিযুক্ত আসামীগণের যে প্রতিকার পাওয়া দরকার ছিল, সেই প্রতিকার পাওয়া যায়নি। আমরা ন্যায়বিচার থেকে বি ত হয়েছি। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে ফরমায়েশি রায়ের প্রতিবাদে গত ১৩ ডিসেম্বর রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের স ালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, অধ্যাপক নুরুন্নবী মানিক, কামরুল আহসান, আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আপনারা নিশ্চয় জানেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ এবং ফ্যাসিবাদী ও অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধীদলসমূহ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আপনারা লক্ষ্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকায় জামায়াতের শান্তিপূর্ণ মানববন্ধনে আইনশৃঙ্খলা বাহিনী গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেন্ড নিক্ষেপ সহ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। সেইদিন ঢাকাসহ সারাদেশে হামলা চালিয়ে বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আজ দেশে নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। কথা বলার অধিকার নাই, স্বাধীন মত প্রকাশের অধিকার নাই, ন্যায়বিচার ও সুশাসন বলতে কিছুই নেই। চলমান আন্দোলনকে বাধাগ্রস্থ করতে সরকার নানামুখি ষড়যন্ত্রমূলক পদক্ষপ নিয়েছে। হঠাৎ করেই জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানিমূলক মামলাগুলোতে আইনের নূন্যতম তোয়াক্কা না করে দ্রুততার সাথে শেষ করে ৬৭ টি মামলায় রায় দিয়ে প্রায় সহস্রাধিক নেতাকর্মীদের সাজা দিয়েছে। এক্ষেত্রে সরকার পক্ষ নিয়মনীতির কোন তোয়াক্কা করছে না।
নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা অবিলম্বে এ ধরণের ন্যায়ভ্রষ্ট ফরমায়েশি সাজা বাতিল করে, মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমেই জনগণ তাদের আইনানুগ ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।