বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৯ই ডিসেম্বর লোহাগাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার-ভাইজার মোঃ দিদারুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম প্রমুখ। শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে একটি র্যালী বের করা হয়। পরে আলোচনাসভা শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যথাক্রমে এরা হলেন, সফল জননী নারী হিসেবে রাজিয়া বেগম, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে অবদান রাখায় খাতিজা কাওকাবা, অর্থনৈতিকভাবে সাফাল্য অর্জনকারী পান্না বড়ুয়া, সমাজ সেবায় অবদান রাখায় শিবলু আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবনযাত্রা শুরু করায় কুলছুমা বেগম।