শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

সাতকানিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

১৯৭১ সালের এই দিনে জাতি হারায় তার সূর্য সন্তানদের। দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস মিলিতভাবে হত্যা করে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের। শহিদ বুদ্ধিজীবি দিবস যথাযথভাবে পালনের লক্ষে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর গতকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ^াসের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়া হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুম আরা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি আরফাত ছিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, সাতকানিয়া থানার ওসি তদন্ত আতাউল হক, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মাহবুব, উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ সেলিম উল্লাহ, আনসার ও ভিডিপি কর্মকর্তা কোহিনুর আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো: ফয়সাল, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মিলন কুমার ভট্টাচার্য্য, অজিত মজুমদার, মাষ্টার সওকত নুরুল ইসলাম, হুমায়ন কাদের, রমিজ উদ্দিন, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ^াস বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী, স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে।’ তিনি শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com