বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

গতকাল ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। দিনটি উপলক্ষে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির সূর্য সন্তানদের স্মরণ করে সারা দেশেই নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি।
খুলনা: শহীদ বুদ্ধিজিবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণ করেছে খুলনাবাসী। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনার গল্লামারী বদ্ধভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ ছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।
টাঙ্গাইল: টাঙ্গাইলে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ বেদিতে প্রথমে রাষ্ট্র ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমি ও শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শেষে শহীদ বুদ্ধিজীবী, বীরমুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। সকাল সাড়ে ৮টায় সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনগণ। প্রথমে জেলা প্রশাসন এর পরপরই জেলা পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি হরগঙ্গা কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা ও বিশেষ মোনাজাত করা হয়।
ঝিনাইদহ: ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
সিলেট: যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকাল থেকেই সিলেটের চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ নানা শ্রেণি–পেশার মানুষেরা।
বরিশাল: শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যথাযোগ্য মর্যদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের দপ্তরের সামনের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এ ছাড়াও নগরীর ওয়াপদা কলোনি ও ত্রিশ গোডাউন সংলগ্ন নির্যাতন সেলের স্মৃতি ৭১ স্তম্ভ ও বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
নড়াইল: নড়াইলে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল শহরের ল ঘাট এলাকায় অবস্থিত বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পন ও শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদি হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি পালন উপলক্ষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
গোপালগঞ্জ: গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আল বেলী আফিফা শহীদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এ সময় শহীদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।
প গড়: প গড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদদের বদ্ধভুমিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, সিভিল সার্জন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীও প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে নানা কর্মসূচি গ্রহণ করে।
ফেনী: ফেনী শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে দিবসটি। এ উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ফেনী সরকারি কলেজ বধ্যভূমি পর্যন্ত র‍্যালি শেষে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পন শেষে মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়াম এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়াও বিকেল সাড়ে ৫টায় ফেনী সরকারি কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্সে প্রদীপ প্রজ্বালনের আয়োজন করা হয়েছে।
হবিগঞ্জ:হবিগঞ্জে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে দুর্জয় হবিগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সরকারী দপ্তর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক আলোচনাসভা জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে হবিগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রামে নানা আনুষ্ঠানিকতায় মধ্য দিয়ে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। সকাল থেকে নগরীর ফয়’স লেক বধ্যভূমিতে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ভিড় করেন বিভিন্ন পেশার নানা বয়সী মানুষ। এর বাইরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শ্রদ্ধা জানাতে এসে শহীদদের রেখে যাওয়া চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক নেতারা।
নোয়াখালী: নোয়াখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নোয়াখালী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সকাল ১০টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
ফরিদপুর: ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা: নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে পালিত কর্মসূচির মধ্যে ছিল–শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী ও আলোচনাসভা।
বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আাশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানসহ অন্যরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি–পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রংপুর: রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটিকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। সকাল ৯টায় রংপুর টাউন হলে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। এ সময় নগর সর্বস্তরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয়। এছাড়াও দিবসটিকে কেন্দ্র রংপুর জেলা প্রশাসকের উদ্যোগে দদিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এবং সন্ধ্যায় নগরীর টাউন হলে মোমবাতি প্রজ্বলন এর মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী এই কর্মসূচির।
বগুড়া: সারা দেশের ন্যায় বগুড়াতেও জাতির সূর্যসন্তানদের স্মরণে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বুদ্ধিজীবীদের স্মরণে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালেয়ের সামনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা। এরপর আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা। সকাল ১০ টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে কৈচড় বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পন, প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রাজশাহী: রাজশাহীতে সকাল ৮টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্যসহ শিক্ষক কর্মকর্তারা। পরে সেখানে বিভিন্ন হল থেকে ফুল দিতে আসেন শিক্ষার্থীরা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বধ্যভূমিতে। সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, দুপুরে বাদ জোহর ছিল দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা। রাজশাহী কোর্টে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ প্রশাসনের উদ্বোধন ও কর্মকর্তারা।
রাজবাড়ী: রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহরের লোকোসেড বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তযোদ্ধা সংসদসহ জেলার বিভিন্ন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
ময়মনসিংহ: ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টা ১৫ মিনিটে থানারঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পরে শ্রদ্ধা নিবেদন করেন রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ছাড়াও বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com