শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

রাজশাহী জেলা পরিষদ উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

খাইবুর রহমান দুলাল রাজশাহী
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

রাজশাহী জেলা পরিষদ উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় নিজ কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি,রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহিদদের। এর আগে সকাল সাড়ে ৭ টায় মহান বিজয় দিবস স্মরণে জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে থেকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তুবক অর্পণ করেণ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, চেয়ারম্যানের সহকারী ফজলে এলাহী (সোহেল), সহকারী প্রকৌশলী এজাজুল আলম, হিসাবরক্ষক আব্দুল মতিন, সার্ভেয়ার আলিফ আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com