শেরপুরের নালিতাবাড়ী থানার নবাগত ওসি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। রবিবার (১৭ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী থানার আয়োজনে নব যোগদান কৃত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া’র সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসির অফিস কক্ষে মত বিনিময় সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। এতে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের উর্ধ্বতন পরিষদের সদস্য সাংবাদিক এম এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি আঃ মান্নান সোহেল, বৈশাখী টিভির প্রতিনিধি বিপ্লব দে কেটু, দৈনিক নয়া দিগন্তের আঃ মোমেন, রাজধানী টিভির প্রতিনিধি মঞ্জুরুল আহসান, দৈনিক খবরের আলো পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের এম সুরুজ্জামান, দেশের কন্ঠের জাফর আহমেদ, সকালের সময়ের হারুনুর রশিদ, ওসি তদন্ত আঃ লতিফ মিয়া প্রমুখ। নালিতাবাড়ী থানার নবাগত ওসি মনিরুল আলম ভুইয়া বলেন, দেশ ও জনগণের কল?্যানে পুলিশ এবং সাংবাদিকরা সর্বদা কাজ করে যাচ্ছেন। সবসময় আমার দরজা সবার জন্য খোলা থাকবে। বিভিন্ন অপরাধ ও মাদক নির্মুলে কোন ছাড় দেওয়া হবেনা। আমি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এসময় অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।