বিএনপি চেয়ারপরর্সন বেগম খালেদা জিয়া ও বিদেশে উন্নত চিকিৎসা, বিএনপি এবং সমমনাদলগুলোর নেতা কর্মীদের মুক্তি সহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে চারদফা হরতাল ও ১১বার অবরোধ শেষে পুনরায় সকাল-সন্ধা হরতাল পালনের অহবান জানিয়ে বরিশাল নগরীতে পিকেটিং মিছিল সহ টায়ারে অগ্মি সংযোগ করে সরকারের পদত্যাগের দাবী জানিয়ে শ্লোগান দেয় মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন ও দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯) ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় বরিশাল কড়াপুর সড়কের নগরীর কাশিপুরের তেতুলতলা বাজার সড়কে মহানগর বিএনপির আহবায়ক কমিটির একমাত্র মহিলা সদস্য সাবেক বিএম কলেজ ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের নিয়ে হরতালের সমর্থনে পিকেটিং মিছিল করে পরে এক প্রর্যায়ে সড়কের উপর টায়ারে আগুন জালিয়ে সরকার বিরোধী শ্লোগান দিয়ে শেষ করে। অপরদিকে সোমবার রাত ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের নগরীর রুপাতলী সোনারগাঁও ট্রেক্সটাইল মিলের সন্নিকটে একটি ট্রাকে অগ্মি সংযোগ ও ভাংচুর করে একদল দূবৃর্ত্ত সদস্যরা এসময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা। এছাড়া সোমবার বিকালে মহানগর ছাত্রদল আহবায়ক রেজাউল করীম রনির মুক্তির দাবীতে ছাত্রদলের সদস্য এক ঝটিকা মিছিল করে বলে বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপি সদস্য দাপ্তরীক জাহিদুল ইসলাম রিপন। অন্যদিকে হরতালে বরিশাল নগরীতে তেমন কোন প্রভাব পড়েনি সকাল থেকে নগরীতে ছোট ছোট যাত্রী যানবাহন সহ ব্যবসা-প্রতিষ্ঠান খোলা সহ আদালতপাড়া ও অফিসে কার্জকর্ম হয়েছে। এছাড়া কেন্দ্রীয় নতুল্লাবাত বাস টারমিনাল থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীন জেলা এবং বিভিন্ন উপজেলার যানবাহন সিমিতি আকারে চলাচল করতে দেখা গেছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্নস্থানে স্থায়ীভাবে পুলিশের অবস্থান নেয়া সহ টহলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।