সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

শতক করে হার, আক্ষেপ ফারজানারও

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফারজানা করেছেন ১০২, কিন্তু দল হেরেছে ৮ উইকেটে। আক্ষেপ যেন ১৬৯ রানের ইনিংসে খেলে জিততে না পারা সৌম্য সরকারের মতোই। ১৪ ঘণ্টার ব্যবধানের ম্যাচে দুজনেই দলের হয়ে পেয়েছিলেন সে ুরি। তবে, তাদের কেউই দলের জয় আনতে পারেননি শেষ পর্যন্ত। গত বুধবার পোচেফস্ট্রুমে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২২ রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ নারী দল।
জবাবে লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের উদ্বোধনী জুটি ১০৬ রান তোলে। ঋতু মনির ওভারের শেষ বলে তাজমিনকে এবং পরের ওভারে প্রথম বলে ফাহিমা খাতুন ফেরান লরাকে। পরপর দুই বলে আউট হলে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় উইকেটে বাকি ১১৭ রান এনে দেন সুনে লুস ও অ্যানেকে বচ। লুস বাদে বাকি তিন ব্যাটসম্যানই পেয়েছেন অর্ধশত। শুরুটা ভালোই হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন শামিমা সুলতানা ও ফারজানা হক। ৩৬ বলে ২৮ রান করে ক্লাসের বলে সুনে লুসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শামিমা। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুর্শিদা হক। ৮ রান করে বিদায় নেন তিনি।
তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ফারজানা। আরেকপ্রান্তে ১৩ রান করে উইকেট হারান অধিনায়ক জ্যোতি। এরপর ফারজানাকে সঙ্গ দেন ফাহিমা। যদিও ৪৬ রানে বিদায় নিতে হয় তাকে।
শেষপর্যন্ত লড়ে গিয়ে সে ুরি পূর্ণ করে নেন ফারজানা। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সে ুরি হাঁকানো একমাত্র মেয়ে ক্রিকেটার তিনিই। ১৬৭ বলে ১১ চারে ১০২ রানে আউট হন ফারজানা। তার দারুণ ইনিংসে ভালো সংগ্রহ পায় টাইগ্রেসরা। তবে দিন শেষে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে প্রোটিয়ারা। এর আগে, বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯১ রান করে বাংলাদেশ। ১৬৯ রানের ইনিংসে ১৫১ বলে ২২টি চার আর ২টি ছক্কা হাকান তিনি। জবাবে ২৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২২ বল বাকি থাকতে ২৯৬ রান করে সিরিজ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৯৫ রান করেন হেনরি নিকোলাস। ৮৯ করেন ওপেনার উইল ইয়াং।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com