সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

প্রেস্টিজ এআই সিরিজে এমএসআইয়ের একাধিক ল্যাপটপ উন্মোচন

আইটি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্তদের সুবিধার্থে ভারতের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একাধিক ল্যাপটপ উন্মোচন করেছে এমএসআই। কিছুদিন আগেই প্রেস্টিজ ১৩ ও ১৬ এআই ইভো সিরিজ বিশ্ববাজারে নিয়ে এসেছে কোম্পানিটি। এমএসআই প্রেস্টিজ ১৩এআই ইভোতে ১৩ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২.৮কে, আসপেক্ট রেশিও ১৬:১০। ইন্টেলের কোর আল্ট্রা ৭ ও আল্ট্রা ৫ প্রসেসরসহ ল্যাপটপটি পাওয়া যাবে। এর সঙ্গে ইন্টেল আর্ক গ্রাফিকস রয়েছে। এতে ৩২ জিবি র‌্যাম ও এনভিএমই এসএসডি স্টোরেজ, ৭৫ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ৬৫ ওয়াটের টাইপ সি পিডি চার্জিং সুবিধা রয়েছে। এছাড়া এতে ২ ওয়াটের দুটি স্পিকার, ডিটিএস অডিও, হাই-রেস অডিও, আইআর পুল এইচডি ওয়েবক্যাম, ব্লুটুথ ৫.৪, ওয়াইফাই ৭ রয়েছে।
প্রেস্টিজ ১৬ এআই ইভোতে ১৬ ইঞ্চির ফুল এইচডিপ্লাস রেজল্যুশনের আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেলের কোর আল্ট্রা সিরিজ। এতেও আর্ক গ্রাফিকস, ৩২ জিবি র‌্যাম ও এসএসডি স্টোরেজ রয়েছে। ৯৯.৯ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ১০০ ওয়াটের ইউএসবি টাইপ সি পিডি চার্জিং সুবিধাও রয়েছে। এমএসআই প্রেস্টিজ ১৬ এআই স্টুডিও হচ্ছে এ সিরিজের সবচেয়ে হাই এন্ড মডেল। এটি কিউএইচডিপ্লাস আইপিএস এলসিডি বা ইউএইচডিপ্লাস ওলেড প্যানেলে পাওয়া যাবে। এতে ইন্টেলের কোর আল্ট্রা ৯ বা আল্ট্রা ৭ প্রসেসর, এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৪০৫০, আরটিএক্স ৪০৬০ অথবা আরটিএক্স ৪০৭০ গ্রাফিকস কার্ড ব্যবহার করা যাবে। এতে ৯৯.৯ ওয়াট আওয়ারের ব্যাটারি, ১৪০ ওয়াটের ইউএসবি টাইপ সি পিডি চার্জিং, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৪, এসডি কার্ড রিডার ও অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনো প্রেস্টিজ এআই সিরিজের দাম জানানো হয়নি। বিশ্ববাজারে প্রেস্টিজ ১৩ এআই ইভোর দাম ১ হাজার ৪৯ ডলার, ১৬ এআই ইভোর দাম ১ হাজার ৩৯৯ ডলার থেকে শুরু। গিজমোচায়না




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com