দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি ও অসহযোগ আন্দোলন পক্ষে প্রথম অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
কাওরানবাজার : কাওরানবাজার মোড় থেকে বাংলা মোটর মোড় পর্যন্ত মিছিল ও সড়ক অবরোধ করেছে বাংলাদেশ ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাকিবুল ইসলাম রাকিব। মিছিলের শেষ পর্যায়ে সোনারগাঁও হোটেলের পাশ থেকে পুলিশ ও র্যাব একযোগে মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
বাংলামোটর : রোববার সকালে রাজধানীর বাংলা মোটর থেকে মিছিলটি শুরু হয় মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো: আদনান, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব হাওলাদার সহ প্রমুখ।
মতিঝিল : নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল রোববার মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর ঘুরে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা নটরডেম কলেজের গেটের সামনে এসে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করে।
নাবিস্কো হতে তিব্বত মোড় : রাজধানীর নাবিস্কো হতে তিব্বত মোড় অভিমুখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মিছিল করেছে। মিছিল থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা একদফা দাবি, নির্বাচনের তফসিল বাতিল ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।