শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

কালীগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোটারদের মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণের মধ্যে দিয়ে শেষ হয়েছে দুদিনের এই প্রশিক্ষণ কর্মশালা। এর আগে রোববার সকাল থেকে দিনব্যাপী পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় শেষ দিনে দুপুরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। ১ম দিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার। দুদিনই সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মো. আজিজুর রহমান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান। এছাড়াও অন্যদের মধ্যে গাজীপুর র‌্যাব পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অফিস কর্তৃক আয়োজিত বিকেলে শহীদ মেয়জউদ্দিন অডিটোরিয়ামে স্থানীয় সাধারণ ভোটারদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। ইউএনও মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের এসপি কাজী শফিকুল আলম বিপিএম। এতে পৌর মেয়রসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য ও সাধরণ ভোটাররা উপস্থিত ছিলেন। এর আগে বড়দিন উপলক্ষে ডিসি ও এসপি উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ি এলকায় খ্রীস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামে শীতলক্ষ্যা নদীর তীরে শিশু পার্কের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অতিথিরা কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত উন্নয়নে এনজিও নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com