শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

কক্সবাজার-১ আসনের এমপি প্রার্থী সৈয়দ ইব্রাহীমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার কক্সবাজার
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

একজন মুক্তিযোদ্ধার নির্দিষ্ট কোন এলাকা নেই। সারাদেশই মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে হাতঘড়ি মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় চকরিয়া প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাকিদদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় চকরিয়া প্রেস ক্লাবের জন্য ভূমিসহ ভবন এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভবন নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, চকরিয়া-পেকুয়াকে সন্ত্রাস, দখলবাজদের হাত থেকে মুক্ত করতে হলে আমার হাতকে শক্তিশালী করতে হবে। সেজন্য আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমাকে নির্বাচিত করতে হবে। নির্বাচিত হলে সবাইকে নিয়ে সুন্দর, সুশৃঙ্খল এবং নিরাপদ চকরিয়া-পেকুয়া গড়তে কাজ করে যাব। নিজের বাড়ি হাটহাজারী হয়ে কক্সবাজার-১ আসনে কেন নির্বাচন করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজন রণাঙ্গণের মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। ওই সময় আমি সিলেট, ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় যুদ্ধ করেছি। একজন মুক্তিযোদ্ধার কোন এলাকা নেই। সারাদেশই মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত। ২০১৮ সালে হাটহাজারী থেকেও নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু ওই নির্বাচন আমার জন্য বেশ সুখকর হয়নি। দ্বাদশ সংসদ নির্বাচনে আমি পাঁচটি এলাকা থেকে মনোনয়ন ফরম নিয়েছিলাম। কিন্তু এখানকার মানুষের হৃদয়ের আকুতি শুনে, জুলুম-নির্যাতনের হাত থেকে এই এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি আমি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হব। চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ দুলাল, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.আর মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম বেলাল উদ্দিন, সহ-সভাপতি মুকুল কান্তি দাশ ও এমএইচ আরমান চৌধুরী, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলি উল্লাহ রনি, ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুদ্দোজা, সদস্য মোঃ কামাল উদ্দিন, মোস্তফা কামাল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com