শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধে প্রাণ নাশের হুমকি : থানায় জিডি গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চমক দেখালেন মীনা খাগড়াছড়িতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আজিজ উদ্দিন বগুড়া ও জয়পুরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামালপুর সদর উপজেলা পরিষদে বিজন কুমার চন্দরকে বিজয়ী ঘোষণা ডিমলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন মেলান্দহে দুগ্ধ সমবায় প্রকল্পের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ গলাচিপায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ তারাকান্দায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ নুরে আলম সিদ্দিকী শাহীন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে ডিসি অফিসে এলাকাবাসির আবেদন

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মহেষপুরে আবাসিক এলাকায় গড়ে উঠা জেএমকে নামে একটি অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ প্রায় দেড় শতাধিক এলাকাবাসি গণস্বাক্ষর করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে। জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসির আবেদনের সূত্র ধরে সরেজমিনে দেখা যায়, জেএমকে ইট ভাটায় আগুন দিয়ে ইট পুড়ানোর কাজ চলছে। আর তার পাশেই ফোর স্টার নামে আরও একটি ইটভাটায় আগুন দেওয়ার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন সূত্রে জানাযায়, জেএমকে ইটভাটার বৈধ কোন অনুমোদনসহ পরিবেশের ছাড়পত্র নেই। প্রশাসন জেএমকে ইটভাটার হাফ ৫০০ মিটারের মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইটভাটাটির ৫০ মিটার থেকে আবাসিক এলাকার শুরু। বর্তমানে ইটভাটার ইট পুরানো কাজ শুররু হওয়ায় ট্রাক্টরের ধূলাবালি ও ভাটার ধোয়ায় অতিষ্ঠ্য এলাকাবাসি। ইটভাটাটির মালিক এলাকার প্রভাবশালী হওয়ায় নিয়ম নীতিকে তোয়াক্কা না করে দাপটের সাথে ভাটাটি পরিচালনা করে আসছেন প্রায় ১ যুগ থেকে। জেএমকে ইটভাটাটি গত বছরে বন্ধ করার কথা থাকলেও বন্ধ করেনি ভাটার মালিক মাহাতাব উদ্দীন। অনুমতি ছাড়া অবৈধ ভাবে ইটভাটাটি চললেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ কারণে এলাকাবাসি ক্ষোভ চরমে পৌছেছে। মহেষপুর এলাকার সাবেক ইউপি সদস্য নুর আলম বলেন, জেএমকে ইটভাটার পাশে বাড়ি হওায়ার কারণে দীর্ঘদিন থেকে ভাটাটির ধূলো আর ধূয়ার কারণে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এ কারণে আশপাশের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার দেড় শতাধিক মানুষ ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে ভাটাটি বন্ধের দাবিতে গত ১৮ ডিমেম্বর আবেদন করেছি। ইটভাটাটি প্রশাসনেন অনুমতি ছাড়া কি ভাবে চলছে কিছুই বুঝতে পারছি না। কি ভাবে অবৈধ ভাবে জেএমকে ইটভাটা চলছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কোন উত্তর দিতে পারেনি। আমরা চাই প্রশাসন এলাকাবাসির কথা চিন্তা করে দ্রুত সময়ে পদক্ষেপ নিবেন। ওই এলাকার নজরুল, তমাল, রহিম, হাসিবুল, আরমান বলেন, এলাকার মানুষ দিন দিন নানা রোগে ভুগছেন। বিশেষ করে শিশুদের রোগ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধরা স্বাসকষ্ঠসহ হাপানি রোগে ভুগছে। ধূলাবালির কারণে পড়নের ও বাড়ির কাপড় নোংড়া হয়ে যাচ্ছে। আমরা কি অবস্থায় আছি অন্যরা না দেখলে বুঝবে না। এ কারণে ডিসি অফিসে জেএমকে ইটভাটা বন্ধের জন্য অবেদন করেছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দলনে যাব। ইট ভাটাটির অনুমোন বা পরিবেশের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে জেএমকে ইটভাটার মালিক মাহাতাব উদ্দীন বলেন, ভাটাটি কয়েকজন মিলে চালাচ্ছি তাদের কাছে খবর নিয়ে জানাতে পারব কাগজের কি অবস্থা। তাছাড়া আমরটা অবৈধ হলে পাশেরটিও অবৈধ। তারা চলছে আমরাও চলছি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসাদুল ইসলাম বলেন, জেএমকে ইটভাটার বৈধ কোন কাগজপত্রের নথি জমা নেই। এলাকাবাসির আবেদনটি সংশ্লিষ্ট উপজেলায় ফাটানো হবে। উপজেলা নিবার্হী কর্মকতার্ মহোদয় প্রয়োাজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com