সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

পাকিস্তানে টিকটককে হারাম ঘোষণা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

পাকিস্তানে অবস্থিত বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া বিন্নুরিয়া আলামিয়া ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে অবৈধ ও হারাম ঘোষণা করে ফতোয়া দিয়েছে। বিশ্বের অন্যতম বড় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি টিকটককে বর্তমান যুগের ‘সবচেয়ে বড় প্রলোভন’ বলে আখ্যা দিয়ে এই ফতোয়া জারি করেছে (ফতোয়া নং (১৪৪২১১২০০৪০৯)। খবর ডন নিউজ টিভি।
এই প্রসঙ্গে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া আলামিয়া তাদের বিবৃতিতে বলেছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ফিতনার (বিশৃঙ্খলা বা প্রলোভন) ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে টিকটক। তাই ইসলামী শরিয়া মতে, টিকটকের ব্যবহারকে অবৈধ ও হারাম বলা হয়েছে। এই প্রসঙ্গে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া আলামিয়া তাদের বিবৃতিতে বলেছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ফিতনার (বিশৃঙ্খলা বা প্রলোভন) ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে টিকটক। তাই ইসলামী শরিয়া মতে, টিকটকের ব্যবহারকে অবৈধ ও হারাম বলা হয়েছে। পাকিস্তানের বিখ্যাত এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১০টি কারণ উল্লেখ করে এই এই ফতোয়া দিয়েছে। তার মধ্যে অন্যতম, এই অ্যাপে ছবি এবং ভিডিও প্রদর্শন করা হয় যা ইসলামী শরিয়া অনুসারে নিষিদ্ধ।
এছাড়া, নারীদের অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের জন্য টিকটককে দায়ী করা হয়েছে। টিকটকে ব্যবহৃত ভিডিওতে নারী ও পুরুষেরা নাচ ও গান করে থাকেন। এসবের বিরুদ্ধে নগ্নতা ও অশ্লীলতার অভিযোগও আনা হয়েছে। এই ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকা-কে সময় নষ্ট এবং নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী। টিকটকের ভিডিওতে ধর্ম এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ঠাট্টা মশকরার পাশাপাশি সবকিছুকেই উপহাসের পাত্র বানানো হয় বলেও দাবি করছে তারা।
জামিয়া বিন্নুরিয়া আলামিয়া আরো জানায়, টিকটকে যুক্ত থাকলে অবধারিতভাবেই মানুষের নৈতিক অবক্ষয় ঘটবে যা ইসলামি শরিয়া অনুসারে নিষিদ্ধ। সীমা লঙ্ঘনে উৎসাহ দেয়ায় টিকটকের ব্যবহার চলতে দেয়াকে অসম্ভব বলেছে প্রতিষ্ঠানটি। দ্য এক্সপ্রেস ট্রিবিউন নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মের বিশ্লেষণ ভিত্তিক সংস্থা বলেছে, কেবল ২০২২ সালেই প্রায় ৩.৯ কোটিবার ডাউনলোড করা হয়েছে টিকটক অ্যাপ। পাকিস্তানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ টিকটক নিষিদ্ধের দাবি জানিয়েছে। চলতি বছরের শুরুতে লাহোর হাইকোর্টে টিকটক নিষিদ্ধ করার আবেদন করা হয়। সেখানে তরুণ সমাজের ওপর টিকটকের ক্ষতিকর প্রভাবের কথা জোর দিয়ে বলা হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com