রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

এবাদতকে নিয়ে দুঃসংবাদ দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে এবাদত হোসেনের। সহসাই জাতীয় দলের জার্সি গায়ে তোলা হচ্ছে না তার। বিপিএল তো বটেই, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন না দলের অন্যতম সেরা এই পেসার। সব মিলিয়ে আরো প্রায় ১০ মাস মাঠ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।
চলতি বছরের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন এবাদত হোসেন। ফলে মিস করেন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এরপর জানা যায়, আসন্ন বিপিএলেও খেলতে পারবেন না তিনি। এবার তার সাথে যুক্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপও। গতকাল মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবাদতের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী বছরের আগস্ট মাসের আগে ফেরা হচ্ছে না ২৯ বছর বয়সী এই পেসারের।
নান্নু বলেন, ‘এবাদত মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়ত ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’
এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে জুন মাসে। এমতাবস্থায় এবাদত যে সবার আগেই ছিটকে গেলেন বিশ্বকাপ দল থেকে, তা নিশ্চিত করেই বলা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com