ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে আজ থেকে ফের তিন দিনব্যাপী বরিশাল সহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা সহ তফসিল বাতিল ও প্রধান নির্বাচমিশনারের পদত্যাগ,৭ই জানুয়ারী সরকারের প্রহসনমূলক ভোট বর্জনের প্রচারপত্র বিলি ও কর্মসূচি পালন করার এক প্রর্যায়ে বিক্ষোভ মিছিলে রুপ নেয়। মঙ্গলবার (২৬) ডিসেম্বর তিনদিন ব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল সাড়ে ১০টায় বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ে লিফলেট বিতরন করার পাশাপাশি বিক্ষোভ মিছিল করে করে। এর আগে নগরীর এনায়েতুর রহমান সড়ক থেকে শুরু করে চকবাজার সড়ক,চকেরপুল ও বাজার রোড এলাকায় পথচারি, বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরন করে একই সাথে নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবী করে বিক্ষোভ মিছিল করে।