অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে আপনাদের সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহন করার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কাজেই আপনারা ভয়ভীতির উর্দ্ধে থেকে দায়িত্ব পালন করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-১ আসনে ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিটার্নিং অফিসার ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বুধবার গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে আরো দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, র্যাব ১৩ রংপুর এর কমান্ডিং অফিসার আরাফাত ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাহসিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহনাজ বেগম, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাহিদ তামান্না। প্রশিক্ষণের প্রশিক্ষক রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মমিনুর আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, গঙ্গাচড়া উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লফিত, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কাশেমসহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ।