পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা নিয়ে লালমনিরহাট ১ আসন। এ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন পাঁচ জন। তারা হলেন নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মোতাহার হোসেন, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান, ট্রাক প্রতীক নিয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন তাজ, মোমবাতী প্রতীক নিয়ে ইসলামী ফ্রন্টের আজম আজাহার হোসেন এবং মশাল প্রতীক নিয়ে জাসদের হাবীব মো. ফারুক। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোতাহার হোসেন এর আগে এ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারে তিনি পঞ্চম বারে ভোট যুদ্ধে অবর্তীর্ণ হয়েছেন। তবে এক্ষেত্রে তার প্রধান বাধাঁ হয়ে দাঁড়িয়েছেন আতাউর রহমান প্রধান। মুলত হেভিওয়েট এই দুই প্রার্থীর মধ্যে এবারে লড়াই হবে। কারন আওয়ামীলীগের একটি গ্রুপ প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আতাউর রহমানের পক্ষে কাজ করছেন। এই গ্রুপটির কেউ কেউ প্রকাশ্যে আবার কেউ কেউ গোপনে তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এ কারনে হয়ত মোতাহার হোসেনের পক্ষে সহজে জয় ছিনিয়ে নেয়া খুব কষ্টকর হবে বলে ভোটারদের অভিমত। এদিকে নৌকা ছাড়া অন্য প্রতীকের কাউকে এলাকায় ঢুকতে না দেয়ার হুমকী দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। এ সংক্রান্ত তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। গত শনিবার রাতে গড্ডিমারী দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামীলীগ। সেখানেই তিনি ওই হুমকী দেন। ভিডিওতে শ্যামলকে বলতে শোনা যায় আমি গড্ডিমারীর মানুষকে ৭ তারিখ পর্যন্ত প্রতিটি পাড়া মহল্লায় পাহারা বসাতে অনুরোধ করছি। জননেতা মোতাহার হোসেনের নৌকা ছাড়া অন্য কোন মার্কার লোক যেন এ এলাকায় ঢুকতে না পারে। এর আগে গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গড্ডিমারীতে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী প্রচারে হামলা, নির্বাচনী কার্যালয় ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। আবু বক্কর সিদ্দিক ও তার লোকজন এই হামলা চালান বলে অভিযোগ উঠে। এ ঘটনায় পরদিন শুক্রবার নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ এরশাদ আলী কারন দর্শানোর নোটিশ দেন আবু বক্কর সিদ্দিককে। অবশ্য পরে তিনি সেই নোটিশের লিখিত ব্যাখ্যা দেন।