ক্রীড়াই শক্তি ক্রীড়াই সম্মান। গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার বেলা ১১ টায় শেখ রাসেল স্টেডিয়ামে ষোল (১৬) টি দলের সমন্বয়ে জিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধনের মাধ্যমে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন গলাচিপা উপজেলার ক্রীড়া সংস্থার সভাপতি ও ক্রীড়া অনুরাগী উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির। বিশেষ অতিথি হিসেবে খেলোয়ারদের উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ ফেরদাউস আলম খান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী, অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী আবুল কালাম (স্যার)। উদ্বোধনী খেলায় গফুর প্যাদা একাদশ বনাম ফলসিন্ধ একাদশ অংশ নেয়। ক্রীড়ামোদী সহ স্থানীয় যুবক, সাধারণ মানুষ খেলাটি উপভোগ করেন।