সমবায় শক্তি, সমবায় মুক্তি এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে রায়পুরা উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা শনিবার ৩০শে ডিসেম্বর সকালে রায়পুরা থানা রোডের ফুড ভ্যালি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
রায়পুরা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রৌশনারা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের ক্লাস্টার কমিটির সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সেন, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান, সেক্রেটারি অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রায়পুরা উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউ: লি: এর ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম, ট্রেজারার মো. হানিফ, পরিচালক আজাহারুল ইসলাম, মরিয়ম বেগম ও উপজেলা সভাপতি সাদেক মাষ্টারসহ উক্ত সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তাগন উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বার্ষিক সভায় ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।