শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপি নেতা হামিদের লিফলেট বিতরণ ও মিছিল : আটক-১

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে ৩০ ডিসেম্বর শনিবার বেলা ২ টার দিকে ৭ জানুয়ারির পাতানো ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও মিছিল বের করা হয়। লিফলেট বিতরণ ও মিছিলটি উপজেলা বিএনপির হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে হাট চাঁদনীর ভেতর, মুরগীহাটা মোড় , কালীবাড়ি মোড়, নলডাঙ্গা রোড হয়ে কোলা ভ্যান স্ট্যান্ডে যেয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানপূর্বক শেষ হয়। লিফলেট বিতরণ ও মিছিলে অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম লস্কার, কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকনসহ বিএনপির উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী। এসময় উপজেলা বিএনপির অন্যতম কর্ণধার হামিদুল ইসলাম হামিদ ব্যবসায়ীদের হাতে লিফলেট বিতরণ করে আগামী ৭ জানুয়ারি পাতানো নির্বাচন বর্জন করার আহ্বান জানান এবং নেতাকর্মীরা “একতরফা নির্বাচন মানি না মানবো না” বলে স্লোগান দিতে থাকেন। মিছিল পরবর্তী কালিগঞ্জ থানা পুলিশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখার আহবায়ক মোহাম্মদ জুয়েল রানাকে আটক করে। নির্বাচন বর্জনের ডাক দিয়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে কালীগঞ্জ বাজারসহ উপজেলার চাপরাইল বাজার, বারোবাজার এবং কোলাবাজারেও ইতিপূর্বে একই ধরনের কর্মসূচি পালন করতে দেখা গেছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবু আজিফ মিছিল পরবর্তী ছাত্রদল নেতাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com