বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-শরিফ আহমেদ এমপি

মান্নান সরকার (তারাকান্দা) ময়মনসিংহ
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়ে নির্বাচনি প্রচারণা শুরু করে পুরোদমে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন প্রার্থী-সমর্থকরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোট চাচ্ছেন। বিভিন্ন এলাকার অলি-গলিতে এখন নির্বাচনি প্রচার চলছে তুঙ্গে। গতকাল শনিবার বিকেলে তারাকান্দা উপজেলা গালাগাও ইউনিয়নে বিভিন্ন গ্রামের ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের নৌকা প্রতীকের প্রার্থী গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি লিফলেট বিতরণ ও গণসংযোগ পথসভা করেন। গালাগাঁও ইউনিয়নের কানুহারী বাজারের পথসভায় বক্তব্যে নৌকার প্রার্থী শরিফ আহমেদ বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কা জয়যুক্ত করার ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মেজবাহ আলম চৌধুরী রুবেল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন, গালাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। প্রার্থী শরিফ আহমেদ এমপি এর আগে ইউনিয়নের মুলাবড়ি, চিনাপাড়া বাজার ও শেখ মুজিব কলেজসহ বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা করে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com