বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী জয় পেয়েছে গাজী-গনি পরিষদ থেকে প্রচার সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি মো: শাজাহান সাজু। সবক’টি পদেই জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা। গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দৈনিক খবরপত্রের পক্ষ থেকে মো: শাজাহান সাজুসহ বিজয়ী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন।