ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ১৯৪৮ সাল থেকে অন্য যেকোনো বছরের তুলনায় ২০২৩ সালে বেশি ফিলিস্তিনি সংঘর্ষে নিহত হয়েছে। ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৩ সালে ২২ হাজার ৪০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ২২ হাজার ১৪১ জন নিহত হয়েছে ৭ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর। বার্তাসংস্থা সিনহুয়া এমনটাই জানিয়েছে। গত রোববার ব্যুরো আরো জানায়, ৭ অক্টোবর থেকে ৯৮ শতাংশ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায়, যার মাধ্য নয় হাজার শিশু এবং ছয় হাজার ৪৫০ জন নারী রয়েছে। এছাড়া পশ্চিম তীরে নিহত হয়েছে ৩১৯ জন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার বলেন, তার জনগণ অবিচল থাকবে এবং তাদের বৈধ অধিকার মেনে চলবে। তারা তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত হওয়া মেনে নেবে না। ফাতাহ আন্দোলনের প্রতিষ্ঠার ৫৯তম বার্ষিকী উপলক্ষে একটি বিবৃতিতে আব্বাস জানান, তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান। ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডের এক ইি ও ছাড়বে না এবং গাজার প্রতি তিনি তার দায়িত্ব ছেড়ে যাবেন না।
আব্বাস বলেন, ‘সামরিক সমাধান কাউকে শান্তি বা নিরাপত্তা আনার পরিবর্তে এ অ ল এবং বাকি বিশ্বকে অস্থিতিশীল করবে।’ তিনি আন্তর্জাতিক আইন এবং ঘোষণার ভিত্তিতে একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান যা ফিলিস্তিনিদের স্বাধীনতা ও স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেবে। সূত্র : দ্য সিয়াসাত ডেইলি