রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে বই উৎসব

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে বই উৎসব” ২০২৪। নতুন বছরের প্রথম দিনে উপহার হিসেবে বিনামূল্যে পাঠ্যপুস্তক পেয়ে খুশিতে আত্মহারা উলিপুরের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারী’২৪) কুড়িগ্রাম জেলার উলিপুরে অবস্থিত প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনন্দ উল্লাসে বই গ্রহণ করেছে। উলিপুরের তবকপুর ইউনিয়নের বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, তবকপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমানন্দ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশামত তবকপুর চকিদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তবকপুর পূর্ব-সরদার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও তবকপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন বই। উলিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে “তবকপুর পূর্ব- সরদারপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল, বিদ্যালয় গৃহটিকে বর্ণাঢ্য সাজে সাজিয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মোখলেছুর রহমান, এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ, কিশোর-কিশোরী, বিদ্যালয়ের পরিচালনা কমিটি বিদ্যালয়ের শিশুদের মাঝে বই উৎসব-২৪ পালন করছেন। সেই সাথে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা হয়েছে। জানা গেল, এ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থানীয় জনগণের সহায়তায় দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে। উপস্থিত ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসি বিদ্যালয়টি জাতীয় করণে সরকারের দৃষ্টি আকর্ষণের দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com