বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

প্রকাশ হলো ‘শেষ বাজি’ সিনেমার দ্বিতীয় পোস্টার

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

চার দেওয়ালে বন্দি দুজন, ধূসর পরিবেশ, তাস উড়ছে, রহস্যজনক চেহারায় ধরা দিলেন চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু। দুজনেরই মুখভর্তি দাড়ি। হাতে হাত রাখার ধরন দেখে মনে হচ্ছে হয়তো দুজন পাঞ্জা লড়ছেন বা কোনো শেষ বাজিতে রাজি হয়ে সমঝোতায় এসেছেন।
গত ১ জানুয়ারি ইংরেজি নতুন বছর উপলক্ষে অন্তর্জালে এমনই মারদাঙ্গা পোস্টার প্রকাশ করেছে মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘শেষ বাজি’ টিম। যা অন্তর্জালে আসার পর নজর কাড়ছে নেটিজেনদের। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। এর আগে বিজয় দিবসে প্রকাশ হয় ‘শেষ বাজি’ চলচ্চিত্রের প্রথম পোস্টার।
রিকুয়্যার রিয়েল এস্টেটের ব্যানারে নির্মিত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক মেহেদি হাসান। প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। আগামী জাতীয় নির্বাচনের ঠিক ১২দিন পর অর্থাৎ ১৯ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘শেষ বাজি’। হতে পারে এটিই বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com