বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

ফরিদগঞ্জে ভোট বর্জনের আহবানে অধিকাংশ নেতা

এমরান হোসেন লিটন (ফরিদগঞ্জ) চাঁদপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার ২৭ (ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির অন্যতম সদস্য ডাক্তার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা উপজেলার খাজুরিয়া বাজার ও গুপটি বাজারের বিভিন্ন অলিগলিতে, দোকানে, যানবাহনের ডাইভার, যাত্রী ও পথচারীদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, ৭ জানুয়ারি সাজানো, ও ভাগ- বাটোয়ারার নির্বাচন জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচন নির্দিষ্ট একটি গোষ্ঠী ছাড়া কেউ ভোটকেন্দ্রে যাবে না। এ নির্বাচন দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য পাবে না। এজন্য সকলকে নির্বাচন অর্জনের আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, যুবদলের নেতা হেলাল উদ্দিন শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, উপজেলা মৎস্য দলের সভাপতি নূরে আলম নূর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হাই, স্বেচ্ছাসেবক দলের নেতা শফিউল্লাহ হায়দার, ইয়াসিন সরদার, মোঃ মনির হোসাইন, ফারুক আহমেদ পাটুয়ারী সহ আরো অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com