বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

দুর্নীতিবাজ সন্ত্রাসীদের এই ফটিকছড়িতে থাকতে দেয়া হবে না-নির্বাচনী গণসংযোগে সুপ্রিম পার্টির সাইফুদ্দিন মাইজভান্ডারী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে সংসদ নির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী বলেছেন, আমি ফটিকছড়ির সন্তান কিন্তু আমি জাতীয় নেতা, বাংলাদেশের ৮৫টি আসনে আমি প্রার্থী দিয়েছি। আমাকে নির্বাচিত করলে আমি ফটিকছড়িতে ২০ বছরে যা হয়নি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা চালিয়ে যাবো। কয়েকজন সন্ত্রাসীর হাতে আমরা জিম্মি থাকতে পারিনা, দূর্নীতিবাজ সন্ত্রাসীদের এই ফটিকছড়িতে থাকতে দেয়া হবে না। এবার ফটিকছড়ি বদলে যাবে, বদলে যাবে সারা বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার জাফতনগর, ধর্মপুর, খিরাম, নাজিরহাট পৌরসভা ও দাঁতমারা ইউনিয়নে একতারা প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন সুপ্রিম পার্টির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো: সাহাবুদ্দীন, সমন্বকারি মো: জসিম উদ্দীন ভূইয়া, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, মো: ফোরকান, তৈয়ব মেম্বার ও মুজাম্মেল মেম্বারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com