সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

হারিয়ে যাবে গুগুল! সমীক্ষা থেকে উঠে এল অশনি সঙ্কেত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

জীবনের ছোটো হোক বা বড়, যেকোনও কাজে গুগুলকে সবার আগে দরকার হয়ে পড়ে। যেকোনও সমস্যা সামনে এলেই সবাই আগে গুগুল সার্চ করে থাকে। সেখানে লিখে পোস্ট করলেই সমস্ত সমস্যার সমাধান মিলে যায় চোখের পলকে। তবে সম্প্রতি একটি রিপোর্ট থেকে উঠে এসেছে অন্য তথ্য।
ভক্স মিডিয়া সার্ভের সমীক্ষা থেকে দেখা গিয়েছে গুগুল ক্রমশই নাকি তার জনপ্রিয়তা হারাচ্ছে। পৃথিবীর যুব সমাজ ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিয়েছে গুগুল থেকে। পাশাপাশি ৪২ শতাংশ মানুষ খোলা মনে জানিয়ে দিয়েছেন তাদের মনের ইচ্ছা মেটাতে পারছে না গুগুল।
যেভাবে এআইয়ের ব্যবহার প্রতিদিন বাড়ছে, সেখান থেকে জেনারেশন জেডের ৬১ শতাংশ মুখ ফিরিয়ে নিয়েছে গুগুল থেকে। তারা আর পুরনো সার্চ ইঞ্জিনে আটকে থাকতে চায় না। এই সমীক্ষা থেকে দেখা গিয়েছে গুগুলের মার্কেট ২০১৫ সালে যেখানে ছিল সেখান থেকে প্রায় ৯০ শতাংশ হারে নিচের দিকে চলে গিয়েছে।
৭৬ শতাংশ মানুষ জানিয়েছেন গুগুলের বেশিরভাগ তথ্যকে তারা বিজ্ঞাপনের মতো দেখছেন। আবার ১৪ শতাংশের দাবি বিজ্ঞাপন হলেও সেগুলি যথেষ্ট সহায়তা করছে। ৪২ শতাংশ মানুষের দাবি গুগুলের সার্চ ইঞ্জিন সেভাবে আর কাজ করতে পারছে না। ৫৫ শতাংশ মানুষ জানিয়েছেন যে তথ্যা তারা গুগুল থেকে এতদিন পেতেন সেটা এখন অন্য কারও থেকে পাচ্ছেন।
৫২ শতাংশ মানুষ জানিয়েছে এআই চ্যাটবট অনেক বেশি তাদেরকে সহায়তা করছেন। ৬৬ শতাংশ মানুষ জানিয়েছে গুগুল থেকে পাওয়া তথ্য অনেক বেশি জটিল হিসাবে সামনে আসছে। ফলে সেখান থেকে বিষয়টি বোঝা দায় হয়ে উঠেছে।
যদিও গুগুলকে নিয়ে করা এই সমীক্ষায় যথেষ্ট আপত্তি রয়েছে অনেকের। তবে গুগুলের সার্চ ইঞ্জিন যদি নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলে তাহলে সেজন্য প্রধান দায়ী হবে এআই চ্যাটবট এবং এই ধরণের অন্য এআইগুলি। হোয়াটসঅ্যাপেও নিজের জায়গা করে নিয়েছে মেটা। সেখান থেকেও দ্রুত তথ্য পাওয়া যাচ্ছে। ফলে এবার প্রবল প্রতিযোগিতার সামনে পড়তে হচ্ছে গুগুলকেও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com