কোনো রূপকথা লেখা হয়নি, অবিশ্বাস্য কিছুও ঘটেনি। আগের দুই যুগে যা হয়েছে, তাই হয়েছে এবারো। বদলায়নি পুরনো গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে আরো একটা টেস্ট হার পাকিস্তানের, সংখ্যায় যা ১৭তম! বিপরীতে জয় দিয়েই বিদায় বেলা রাঙালেন ডেভিড ওয়ার্নার।
সিডনি টেস্টেও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে তারা। এই নিয়ে তিন ম্যাচ সিরিজের প্রতিটিতেই জিতল ক্যাঙ্গারুর দল, ওয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল পাকিস্তান।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩১৩ রানের বিপরীতে ২৯৯ রানে থামে অজিদের ইনিংস। লিড নিলেও দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি শান মাসুদের দল। গুটিয়ে যায় মাত্র ১১৫ রানে। অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের। ওয়ার্নার ও লাবুশেনের অর্ধশতকে যা স্বাচ্ছন্দ্যেই পাড়ি দেয় অস্ট্রেলিয়া। ৭ উইকেট হারানো ৬৮ রান নিয়ে শনিবার চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। রিজওয়ান ও জামালের ৪২ রানের যুগলবন্দীতে আর কোনো উইকেট না হারিয়েই ১০৯ রানে পৌঁছায় সংগ্রহ। তবে এরপর ৬ রানের মাঝেই শেষ ৩ উইকেট হারায় তারা। রিজওয়ান ২৮ ও জামাল করেন ১৮ রান।
পাকিস্তানকে ১১৫ রানে ধসিয়ে দিতে ১৬ রানে ৪ উইকেট নেন জশ হ্যাজলউড। ৩৬ রানে ৩ উইকেট যায় লায়নের ঝুলিতে। ১৪ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থাকায় অজিদের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানে।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারে উসমান খাজার (০) উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে জয়ের ১১৯ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয় ওয়ার্নার–লাবুশেন জুটি। কিন্তু ২৫তম ওভারে গিয়ে জয় থেকে মাত্র ১১ রান দূরে থাকতে আউট হন ওয়ার্নার। বিদায়ী টেস্টে আর দলকে জিতিয়ে মাঠ ছাড়া হয়নি তার। তবে আউট হওয়ার আগে খেলেন ৭৫ বলে ৫৭ রানের ইনিংস। তবে অজিদের জিততে সমস্যা হয়নি। স্মিথকে নিয়ে আনুষ্ঠানিকতা সারেন লাবুশেন। ৬২ রানে অপরাজিত ছিলেন লাবুশেন, ৪ রান করেন স্মিথ।