নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আফতাব উদ্দীন সরকার। একই আসন থেকে টানা তৃতীয়বার নির্বাচনে জয় লাভ করলেন তিনি। রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী আফতাব উদ্দিন সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯০২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির তসলিম উদ্দিন লাঙল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৬১ ভোট। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জাফর ইকবাল সিদ্দিকী নোঙ্গর প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২১৭ ভোট। এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ১৫৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আফতাব উদ্দীন সরকার ১৯৭৩ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছিলেন।১৯৮৭ সালের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ডিমলা উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২ লাখ ৩ হাজার ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।