চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী শপথ গ্রহণের পর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনে সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় নব নির্বাচিত সংসদ সদস্যের সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ,কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, পটার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌর মেয়র মোঃ আইয়ুব বাবুল, চেয়ারম্যানদের মধ্যে আবুল কাশেম, চেয়ারম্যান মো: সেলিম, শাহিনুল ইসলাম শানু, এহসানুল হক, মো: বখতিয়ার, এম এ হাশেম, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম খান টিপু, মাহাবুল হক চৌধুরী, ফজলুল কবির কুমার, যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিন, কাউন্সিলর গোফরান রানা, সরোয়ার কামাল রাজিব, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য আ ন ম সেলিম, শেখ বেলাল প্রমূখ। এসময় নব নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আমি আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করেছি। আওয়ামী লীগ কে সুসংগঠিত করে দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে উন্নয়ন সহ সকল কার্যক্রম পরিচালনা করব। পটিয়াকে একটি স্মার্ট মডেল উপ শহরে পরিনত করা হবে।