শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

আওয়ামী লীগ দেশকে প্রজাতন্ত্রের পরিবর্তে বাকশালতন্ত্রে পরিণত করেছে: এটিএম মাসুম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

স্বৈরাচারি আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের মালিকানা নির্মমভাবে কেড়ে নিয়ে দেশকে প্রজাতন্ত্রের পরিবর্তে বাকশালতন্ত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।
গতকাল শুক্রবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সংগঠনের রুকন প্রার্থী ও অগ্রসরকর্মীদের এক ভার্চুয়াল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দমতো শাসক নির্বাচিত করার অধিকারী। কিন্তু আওয়ামী বাকশালীরা গণমানুষের সে অধিকার পরিকল্পিতভাবে কেড়ে নিয়েছে। মালিককে পরিণত করা হয়েছে প্রজায়। আমাদেরকে দাসানুদাসে পরিণত করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তারা আমাদেরকে চিরতরে পরাধীন বানাতে চায়। তারা এই দেশে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার করে দেশকে দাসানুদাস ও করদরাজ্য বানানোর চক্রান্তে লিপ্ত। তাই আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশ ও জাতিসত্ত্বা বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে এক মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘মুসলিম উম্মাহ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। মুসলমানদেরকে পরিকল্পিতভাবে বিভক্ত করার কারণেই বিশ্বে এখন ৫৭টি মুসলিম রাষ্ট্র। মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকার কারণে গোটা বিশ্বের মুসলিমবিরোধী শক্তির মাতম চলছে। প্রতিটি জনপদেই মুসলমানরা নির্যাতিত ও অধিকারহারা। সে ধারাবাহিকতা থেকে আমাদের দেশও আলাদা নয়। দেশে, জাতিসত্ত্বা ও আধিপত্যবাদী শক্তির যৌথ প্রযোজনায় দেশকে গোলাম বানানোর ষড়যন্ত্র বাস্তবায়নের কাজ চলছে। তাই এই অবস্থা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে ইসলামী আদর্শের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ, যারা প্রকৃত পক্ষে আল্লাহর হতে পারেন, তারাই দেশকে তাবেদারী ও গোলামি মুক্ত করতে সক্ষম। তিনি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আত্মগঠন ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে জামায়াতবদ্ধ জীবন গঠনের আহ্বান জানান।’ সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মূসা বলেন, ‘আল্লাহ তা’য়ালা আমাদেরকে খিলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দায়িত্ব আমাদেরকে যথাথথভাবে এই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালনের জন্য আমাদেরকে আত্মগঠনে মনোনিবেশ করতে হবে। ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজেদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে হবে। মূলত, আপনারাই হচ্ছেন ইসলামী আন্দোলনের আগামী দিনের উত্তরসূরি।
ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলনের জন্য কর্মীরাই সংগঠনের মূল শক্তি। তাই আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে কর্মীদের অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। লক্ষ্য বাস্তবায়নে হতে হবে আপোষহীন ও দৃঢ় প্রত্যয়ী। নিজেদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। নেতৃত্বের গুণাবলী ও যথাযথ জ্ঞান অর্জনের জন্য কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য বেশি বেশি অধ্যয়ন করতে হবে। প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। উপেক্ষা করতে হবে সকল প্রকার বাধা-প্রতিবন্ধকতা। তাহলেই ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে।’-প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com