শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

আবারো একত্রিত হলেন মেসি-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি লুইস সুয়ারেজ আবারো মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে একত্রিত হয়েছেন। গত শনিবার মিয়ামিতে প্রথমবারের মত অনুশীলন করেছেন সুয়ারেজ। এ সময় উরুগুইয়ান এই তারকা বলেন, জুনে কোপা আমেরিকাকে সামনে রেখে ইন্টার মিয়ামিতে নিজেকে প্রস্তুত করে তোলার আশা তিনি করছেন। ৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। গতকালই ছিল সেখানে তার প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশন। এই ক্লাবে মেসি ছাড়াও বার্সেলোনার আরো দুই সতীর্থ জোর্দি আলবা ও সার্জিও বাসকুয়েটসের সাথেও সাক্ষাত হয়েছে সুয়ারেজের।
বর্ণাঢ্য ক্যারিয়ারে সুয়ারেজ আয়াক্স, লিভারপুল ও অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছেন। গত মৌসুমে গ্রেমিওর হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৬ গোল করেছেন। নতুন ক্লাবে নিজেকে সফল একটি অবস্থানে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুয়ারেজ, ‘ফুটবল সবসময়ই একটি চ্যালেঞ্জিং জায়গা। ইন্টার মিয়ামি আমাকে এমএলএস জয়ের স্বপ্ন পূরণের দারুণ একটি সুযোগ করে দিয়েছে। ক্লাবটি এখনো এমএলএস জিততে পারেনি।’
ইন্টার মিয়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামের আগ্রহেই সুয়ারেজ এই ক্লাবে এসেছেন। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এমএলএস’র নতুন মৌসুম শুরু হচ্ছে। নতুন ক্লাবে পুরনো বন্ধুদের ফিরে পেয়ে দারুণ আনন্দিত সুয়ারেজ বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সবাই আবারো একসাথে হয়েছি। আমাদের বন্ধুত্ব নিয়ে অনেক কথা হয়েছে। মাঠে আমরা একে অপরকে কতটা ভালো জানি সেটা এই ক্লাবে আবারো প্রমাণ হবে। যতটা সম্ভব মিয়ামিতে ফুটবলকে উপভোগ করার চেষ্টা করব। আমরা সবসময়ই জিততেই মাঠে নামি, এটা আমাদের ডিএনএ’তেই আছে।’ ইন্টার মিয়ামির কোচ হিসেবে কাজ করছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক বস জেরার্ডো মার্টিনো। সুয়ারেজ মনে করেন মার্টিনোর অধীনে অভিজ্ঞ কিছু খেলোয়াড়ের কারণে কার্যত এখানকার তরুণরা দারুণ উপকৃত হবে। এখানে বয়স কোনো বিষয় না, মাঠে কে কতটা ত্যাগ স্বীকার করছে সেই প্রতিশ্রুতির দিকে সবাই তাকিয়ে থাকবে।
গত নভেম্বরে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সুয়ারেজ। এই মুহূর্তে জাতীয় দলের প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে মূল দলে খেলার সুযোগ পান ডারউইন নুনেজ। বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে সুয়ারেজ বদলি হিসেবে খেলতে নেমেছিলেন। তবে সুয়ারেজ আশা করছেন কোপা আমেরিকা দলেও তিনি ডাক পাবেন। এ সম্পর্কে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এসে এখানকার পরিবেশে খেলতে পাওয়ার অভিজ্ঞতা আমি কোপায় কাজে লাগাতে চাই। ব্রাজিলিয়ান লিগে আমি বেশ কিছু ভালো ম্যাচ খেলেছি। শারিরীকভাবে সেখানে আমাকে যতটা পরিশ্রম করতে হয়েছে আশা করছি এখানেই সেই একইভাবে আমাকে কাজ করতে হবে। আমি চাই আমার নাম দেখে নয়, পারফরমেন্স বিচারে কোচ আমাকে বিবেচনা করবেন।’ এদিকে মার্টিনো জানিয়েছেন বার্সেলোনার সাবেক তারকাদের আবারো একসাথে মাঠে নিজেদের নামের প্রতি সুবিচার করতে তিনি দেখতে চান। প্রথম দিনের অনুশীলন প্রসঙ্গে মার্টিনো বলেছেন, ‘আমরা ২০ মিনিটের ফুটবল সেশনে কাজ শেষ করেছি। ওই ২০ মিনিটে আমি দেখেছি এই চারজন একসাথে যেভাবে খেলে আসছে তা এখনো ভুলেনি। ফুটবলের নান্দনিক সৌন্দয্য এই ২০ মিনিটে দেখা গেছে।’
আগামী ১৯ জানুয়ারি সান সালভাদোরে এল সালভাদোর জাতীয় দলের সাথে একটি প্রীতি ম্যাচ দিয়ে মৌসুম শুরুর পরীক্ষা দিতে যাচ্ছে মিয়ামি। এরপর প্রাক-মৌসুমে তাদের আরো বেশ কিছু প্রীতি ম্যাচ রয়েছে। টেক্সাসে এফসি ডালাসের সাথে খেলার পর সৌদি আরবের ক্লাব আল হিলাল ও এরপর ২৯ জানুয়ারি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মুখোমুখি হবে মিয়ামি। তিন দিন পর ৪ ফেব্রুয়ারি হংকংয়ে অল-স্টার ক্লাব ও টোকিওতে জে লিগ ক্লাব ভিসেল কোবের মোকাবেলা করবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম শেষ করবে মিয়ামি। ছয় দিন পর রিয়াল সল্ট লেককে আতিথ্য দেয়ার মধ্য দিয়ে এমএলএস মৌসুম শুরু করবে মেসির দল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com