রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ গভর্নিং বডির সভাপতি ও বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে সাক্ষাৎ করেছেন কলেজটির শিক্ষক-শিক্ষিকাগণ। সম্প্রতি কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মণ্ডলের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাগণ মিরপুর ১৩ নং সেকশনে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারস্থ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শিক্ষক-শিক্ষিকাগণ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান, তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং কথা বলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের শিক্ষার বর্তমান অবস্থা, অগ্রতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। অধ্যক্ষ সুদীপ কুমার মণ্ডল এবং শিক্ষক-শিক্ষিকাগণ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে আন্তরিকভাবে আস্বস্ত করেন, সরকারি বিধি মোতাবেক কলেজটি পরিচালনার ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সাধ্যমতো সহায়তা করবেন কলেজের সকল প্রকার উন্নয়নকল্পে। এই সময় অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাগণ গভর্নিং বডির সভাপতির হাতে একটি চিঠি হস্তান্তর করেন যাতে কলেজ পরিচালনার ক্ষেত্রে গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর পাশে থেকে সকল প্রকার সহায়তার কথা বলা হয়েছে। অধ্যক্ষসহ বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অধিকাংশ শিক্ষক-শিক্ষিকাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়-‘আমরা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ মনে করি কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে (২০০৪ সাল) বর্তমান পর্যন্ত আপনি আমাদের একজন অভিভাবক হয়ে বটবৃক্ষ ছায়ার ন্যায় সঠিক দিক-নির্দেশনা দিয়ে আসছেন। আপনি সত্তরোর্ধ বয়সে এসেও প্রাণপ্রিয় কলেজটিকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপদানে যে অমিত স্বপ্ন সম্ভাবনাকে লালন করে আপনার মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন; এটি জাতি ও দেশের উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’
ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে শিক্ষক-শিক্ষিকাদের আলোচনা প্রসঙ্গে উঠে আসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গৃহীত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নামে নিজস্ব ভূমি থাকা বিষয়ক প্রণীত নীতিমালার কথা। প্রসঙ্গক্রমে এই বিষয়েও তারা সভাপতির পাশে থেকে সকল প্রকার সহায়তার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাতের জন্য শিক্ষক-শিক্ষিকাগণ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে শ্রদ্ধাসহ ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ গভর্নিং বডির সভাপতি ও বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি হিসেবে ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বর্তমানের মতো ভবিষ্যতেও যেন সুদৃঢ় নীতি বজায় রেখে সকলের কল্যাণে কাজ করেন।
সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-একাডেমিক কাউন্সিলের আহবায়ক মো. জাকিদুল ইসলাম, সদস্য সচিব সুশীল চাকমা, একাডেমিক কাউন্সিলের সদস্য ও শিক্ষক প্রতিনিধি মোস্তাকিয়া মাহমুদা পারভীন, শিক্ষক প্রতিনিধি কৌশিক চাকমা, জান্নাতুল ফেরদৌস, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দ নাসির আফজাল, গোলাম মোহাম্মদ হাসান, বাংলা বিভাগের নীলাঞ্জনা সরকার, ইংরেজি বিভাগের মোঃ আব্দুল হাই মজুমদার, ব্যবস্থাপনা বিভাগের রিপন হালদার, উদ্ভিদবিদ্যা বিভাগের শেখ শামীমা রহমান, পরিসংখ্যান বিভাগের সিনিয়র প্রভাষক স্মৃতিময়ী বসাক, বাংলা বিভাগের মরিয়ম জামিলা, রতন কুমার ধর, সমাজবিজ্ঞান বিভাগের লুবনা জাহান, গ্রার্হস্থ অর্থনীতি বিভাগের মতিয়া খান, গণিত বিভাগের প্রভাষক সুলতানা পারভীন, পদার্থবিদ্যার মুনীব মাহমুদ, ইংরেজির রোমেনা সামাদ, সিনিয়র সহকারি শিক্ষিকা ফরিদা আহছানি, নাছিমা আক্তার, রেলী চাকমা, লাভলী আক্তার, রাখি রানী মজুমদার, রুলি খন্দকার, মৌসুমী বড়ুয়া, অঞ্জলী রোজারিও, পঙ্কজ চাকমা প্রমুখ।
ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের জন্য উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।