গাজীপুরে টঙ্গীতে চিল্ড্রেন আর রিডিং সেন্টারে শীতবস্ত্র ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। চিলড্রেন আর রিডিং সেন্টার টঙ্গী পশ্চিম থানা এলাকার খাঁপাড়া রোডে, টঙ্গী আরবান প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন পরিচালিত ও শিশুদের শিক্ষা কার্যক্রমের সার্বিক সহযোগিতায় পদ্মা ও স্যাটার্ন গার্মেন্টস এবং ওটিবি ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। এখানে বিভিন্ন গার্মেন্টসে কর্মরত দরিদ্র পরিবারের বাচ্চারা তিন বছর মেয়াদী দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনামূল্য লেখাপড়ার সাহায্য পেয়ে থাকেন। প্রশিক্ষণ সেন্টার ভিজিটে ও কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্যাটার্ন কোম্পানির এমডি আমানউল্লাহ চাগলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস চাগলা, সহ কোম্পানির উদ্ধতন কর্মকর্তাগন এবং এইচ আর ও কমপ্লায়েন্স ম্যানেজার রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মানস বিশ্বাস, প্রোগ্রাম সমন্বয়ক শিখা দে, প্রজেক্ট অফিসার ফারহাতুন নেছা, রিডিং সেন্টারে প্রশিক্ষক আসমা আজমি প্রমুখ।