বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

কালীগঞ্জে বেতন ভাতা ও রেশন ছাড়া রাষ্ট্রীয় দায়িক্ত পালন আনসার সদস্যদের : মানবেতর জীবনযাপন

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেল স্টেশনের প্লাটফর্মের কাছাকাছি আনসার ভিডিপির একজন সদস্যকে ড্রেস পরিহিত লাঠি হাতে দায়িক্ত পালন করতে দেখা যায়। দায়িত্বরত এই সদস্য নিয়ামতপুর ইউনিয়নের আনসার ভিডিপির একজন প্লাটুন কমান্ডার। তিনি উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে। তিনি হলেন শাহিনুর রহমান। তার সাথে কথা বলে জানা যায়, গত ৩১শে অক্টোবর ২০২৩ থেকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক মোবারকগঞ্জ রেল স্টেশনের আওতায় কালীগঞ্জ অংশে থাকা রেল লাইন পাহারার কাজ করছেন তিনি। তারা মোট ১২০ জন আনসার সদস্য বিভিন্ন দলে ভাগ হয়ে শিফটিং পদ্ধতিতে রেলের নিরাপত্তার কাজ করছেন। প্রথমে শুধু অবরোধের দিনগুলোতে দায়িত্ব পালন করলেও ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে আজ অব্দি নিয়মিত দায়িত্ব পালন করছেন তার মতো সকলে। দায়িত্ব পালনকারী আনসার সদস্য শাহিনুর রহমান পেশায় একজন কৃষক। ৪ জনের পরিবারের তিনিই একমাত্র উপার্জনকারী ব্যক্তি। শুরু থেকে নিষ্ঠার সাথে দায়িক্ত পালনের দীর্ঘদিন অতিবাহিত হলেও কোন বেতন ভাতা ও রেশন এখনও অব্দি তিনি ও তার সহকর্মীরা কেউই পাননি। ফলে অনার্স ও মাদ্রাসা পড়ুয়া ছেলেদের লেখাপড়ার খরচ ও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শাহিনুর রহমানকে। অস্থায়ীভাবে স্বল্পকালীন সময়ের জন্য বাংলাদেশ রেলওয়ের ট্রেন ও স্থাপনসমূহের সার্বিক নিরাপত্তার কাজে থাকা ১২০ জন আনসার সদস্যরা বেতন ভাতা ও রেশন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। ধার দেনা করে কোনরকম দিনাতিপাত করছেন শাহিনুর রহমানের মতো আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান,মোঃ জাহিদ হোসেনসহ সকল আনসার সদস্যগণ। ড্রেস পরে লাঠি হাতে বারবাজার থেকে রেঙেরপোতা নামক রেল লাইন এলাকায় রাত দিন এরিয়া ভাগ করে দায়িকত্ব পালন করে চলেছেন তারা । দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনের খোজ খবর নিতে ১২ সদস্যের একটি টহল টিমও রয়েছে। কনকনে এই শীতের রাতেও লাঠি ও টর্চলাইট হাতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নিষ্ঠার সাথে পাহারা দিচ্ছেন তারা। শর্ত অনুযায়ী প্রত্যেক পিসি/এপিসি ৫ শত ২৫ টাকা, আনসার সদস্যদের ৪ শত ৭৫ টাকা হারে দৈনিক ভাতা ১৫ শতাংশ আনুষঙ্গিক এবং প্রত্যেককে ৩ শত টাকা যাতায়াত ভাতা দ্রুত প্রদানের দাবি তোলেন কালীগঞ্জে কর্মরত ১২০ জন আনসার সদস্য। মোবারকগঞ্জ রেলওয়ে ঊর্ধতন উপসহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন,মোবারকগঞ্জ এরিয়াতে কর্মরত রেলওয়ে জনবলের পাশাপাশি আনসার সদস্যরা নিয়মিত নিষ্ঠার সাথে রাত দিন দায়িত্ব পালন করছেন। যে কারণে মোবারকগঞ্জ এরিয়ায় ট্রেন,স্থাপনা ও রেলপথ নিরাপদে রয়েছে বলে আমি মনে করি। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ফয়সাল মিজান বলেন, কালিগঞ্জ কর্মরত আনসার সদস্যগণ চাল, গম, ডাল, চিনি ও তেল রেশন পাবেন। জেলা স্যার আসলেই বেতন ভাতাও পাবেন। রেশন ও বেতন ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই সকলের পাওনাদি বুঝে পাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com