বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

অবিশ্বাসীরা মৃত্যুর পর আফসোস করবে

শামসুল আরেফীন
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

তিক্ত হলেও নির্মম সত্য হলো- প্রতিটি সৃষ্টিকুল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানুষও তার ব্যতিক্রম নয়। মৃত্যুর পরের জীবনের জন্য মানুষ আফসোস করবে। যেই আফসোসের কোনো কূলকিনারা থাকবে না। তাই সময় থাকতে পরকালীন জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা ও কুরআন-সুন্নাহ থেকে শিক্ষা নিয়ে জীবনকে ইসলামের পথে ব্যয় করা উচিত।
কিয়ামত দিবসে অবিশ্বাসীরা নিজেদের কৃতকর্ম দেখে ভয় পেয়ে যাবে। আর তাদের ওপর অর্পিত শাস্তি থেকে বাঁচতে তারা আকাক্সক্ষা করবে। কুরআন মাজিদে আল্লাহ বলেন, ‘আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; সে দিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলবে, ‘হায়, আমি যদি মাটি হতাম।’ (সূরা আন নাবা-৪০)
কাফের ব্যক্তিরা আরো আফসোস করবে যখন তারা তাদের আমলনামা দেখবে- ‘যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে- হায় আমায় যদি আমার আমলনামা না দেয়া হতো। আমি যদি না জানতাম আমার হিসাব! হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো।’ (সূরা হাক্কাহ : ২৫-২৭)
তারপরই দুনিয়ার ব্যাপারে আফসোস করবে- ‘আমার ধনসম্পদ আমার কোনো উপকারে এলো না। আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদের বলা হবে, এদের ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও। অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। অতঃপর তাকে শৃঙ্খলিত করো, ৭০ গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয় সে মহান আল্লাহকে বিশ্বাস করত না। আর মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করত না। অতএব, আজকের দিনে এখানে তার কোনো সুহৃদ নেই। আর কোনো খাদ্য নেই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত। গুনাহগার ব্যতীত কেউ এটি খাবে না।’ (সূরা হাক্কাহ : ২৮-৩৭)
অবিশ্বাসীরা পরকালের ভয়াবহ পরিণতি দেখে আফসোস করে বলবে- ‘আমরা কেন দুনিয়াতে নবুয়তের স্বীকৃতি দিইনি? রাসূলকে বাদ দিয়ে আমরা যদি অন্যকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তবে আমাদের এ করুণ পরিণতি হতো না। হায়! আমরা যদি আল্লাহ তায়ালার আনুগত্য করতাম ও রাসূলের এ আনুগত্য করতাম।’ (সূরা আহজাব : ৩৪-৬৬)
সে দিন এসব অবিশ্বাসী আল্লাহর কাছে তাদের নেতা তথা পথভ্রষ্টকারীদের ব্যাপারে অভিযোগ করবে আর তাদের দ্বিগুণ শাস্তির আবেদন করবে।
‘তারা আরো বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা! আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের মহা অভিসম্পাত করুন।’ (সূরা আহজাব : ৬৭-৬৮)

অবিশ্বাসীরা প্রিয় নবী মুহাম্মাদ সা:-এর অনুসরণ না করে তাদের নেতাদের অনুসরণ করার কারণে পরকালে আফসোস করবে। আর বলবে- আমরা দুনিয়াতে কেন বিশ্বনবী সা:-কে অনুসরণ করিনি! সে দিন তারা বিশ্বনবী সা:-কে অবলম্বন করার আকাক্সক্ষা পোষণ করবে। লেখক : শিক্ষক, প্রাবন্ধিক, ছড়াকার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com