মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুসফুস ক্যানসারের ৫ লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ জামিন পেয়েছেন পরীমনি ইসলামে সম্পদ বণ্টনের মূলনীতি শাহজাদপুরে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় লোকসানে খামারীরা পার্বত্য ভিক্ষুসংঘের উপসংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষাৎ সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা’র স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর ৫ আগস্টের পর বিএনপি আরও শক্তি নিয়ে জেগে উঠেছে: চরফ্যাশনে যুবনেতা নয়ন ক্রীড়া-সংস্কৃতির মাধ্যমে দেশ-বিদেশে সম্মান বৃদ্ধি করা যায়-মিজানুর রহমান (ইউএনও) সলঙ্গায় উপজেলা চাই দাবিতে মানববন্ধন তাড়াশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কৃষি প্রণোদনা দিয়ে সরকার কৃষকদের সমৃদ্ধি করেছে-মোঃ নূর কুতুবুল আলম

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

‘যন্ত্র কমাবে কৃষির কাজ, শ্রম কমাবে বারো মাস দক্ষ কৃষক সফল কৃষি, ফসলের মাঠে কৃষকের হাসি।’ আধুনিক কৃষি মানেই স্মার্ট কৃষি। আর স্মার্ট কৃষির পূর্ব শর্ত হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ, অধিকতর দক্ষতা এবং শ্রম ও সময় সাশ্রয়ী উপায়ে কৃষি উৎপাদন। গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কিসমত হরিদেবপুর গ্রামে ৫০ একর জমিতে ৩০ জন কৃষক-কৃষাণীদের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমালয়ে চাষাবাদ, বীজ তৈরি, বীজ বপন, ধান মারাই কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক বৈজ্ঞানিক উপায়ে কৃষক-কৃষাণীদের নিয়ে চাষাবাদ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমালয়ে ধানের চারা বীজ যান্ত্রিভাবে রোপণ ও উদ্বোধনী বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার সুদক্ষ ও কৃষিবান্ধব জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ খামার বাড়ি পটুয়াখালী মোঃ খায়রুল ইসলাম মল্লিক, গলাচিপা সহকারি কমিশনার মোঃ নাছিম রেজা, গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসিরউদ্দিন, গলাচিপা থানার দায়িত্বপ্রাপ্ত এস,আই মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। অনুষ্ঠানে স্বাগত ও কৃষি প্রণোদনা মাঠ প্রদর্শনী বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আরজু আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি হচ্ছে উন্নয়নের অগ্রপথ। দেশের সীমিত জমিতে বাংলার কৃষক-কৃষাণীরা খাদ্যশস্য পণ্য উৎপাদন করে দেশকে সমৃদ্ধি করে চলছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষিতে সবচেয়ে বড় বাজেট দিয়ে, প্রণোদনা দিয়ে, যান্ত্রিক সুবিধা ও কৃষকদের প্রশিক্ষণ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া তিনি সমালয়ে চাষাবাদ ও সরকারের কৃষি প্রণোদনা, যান্ত্রিক সুবিধা আজ কৃষকদের দোড় গোড়ায়। এছাড়া এই প্রদর্শনীতে এসে উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করে। অনুষ্ঠানে এলাকার কৃষক লীগ নেতৃবৃন্দ, সুধি, সাংবাদিক, মাঠ কর্মকর্তারা অংশ নেয়। পরে তিনি বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com