বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

ইজতেমায় যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত-আইজিপি

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশ পুলিশের প্রধান মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার), পিপিএম বলেছেন, বিশ্ব ইজতেমায় কোন জঙ্গি বা নাশকতা হামলার গোয়েন্দা তথ্য নেই। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। একটি স্বার্থান্বেষী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন কোন নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। আমরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। বুধবার (৩১ জানুয়ারী) বেলা ১২ টায় বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত গাজীপুর মহানগর পুলিশ কন্ট্রোল রুমের সামনের মাঠে আয়েজিত প্রেসব্রিফিং এ তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বিশ্ব ইজতেমায় বাংলাদেশ পুলিশের ১৫ হাজার সদস্য নিয়োজিত থাকবে। নৌপুলিশ, টুরিস্ট পুলিশ, এপিবিএন, ট্রাফিক পুলিশ, ডিবি, সিআাইডি সহ পুলিশের সকল ইউনিটের পাশাপাশি র‌্যাব আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে কাজ করছে। পোষাকে ও সাদা পোষাকে পুলিশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ গুজব তৈরী করতে না পারে সেজন্য সাইবার টহল জোরদার করা হয়েছে। বিশ্ব ইজতেমায় দুই গ্রুপের বিরোধ সম্পর্কে পুলিশ প্রধান বলেন, আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন। তারপরও যদি তারা কোন কিছু করেন তবে আইনগতভাবে মোকাবেলা করা হবে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশাল্লাহ দুই গ্রুপের মধ্যে কোন সমস্যা হবে না। অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম (ক্রাইম এন্ড অপারেশনস), অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম (স্পেশসল ব্রাঞ্চ), ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি নুরুল ইসলাম, ডিআইজি আনোয়ার হোসেন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম সহ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ, ঢাকা বিভাগের ডিআইজি, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com