হার দিয়ে আসর শুরু করলেও পরবর্তী দুই ম্যাচে টানা জয়ে ছন্দে ফিরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা তৃতীয় জয়ে খোঁজে আজ মাঠে নামছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও তা মোটেও সহজ হবে না। প্রতিপক্ষ সাকিব-বাবরের রংপুর রাইডার্স। জয়ের ধারা ধরে রাখার লড়াইয়ে মঙ্গলবার মুখোমুখি নামে-ভারে মহাশক্তিধর আসরের অন্যতম সেরা দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে লড়াই। ইতোমধ্যে হয়েছে টস। টসে জিতে আগে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। একাদশেও পরিবর্তন এনেছে দলটি। একাদশে পরিবর্তন এনেছে কুমিল্লাও। তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তারা। বড় চমক ইমরুল কায়েসের না থাকা।
দুর্দান্ত ছন্দে থাকা ইমরুলের পরিবর্তে একাদশে এসেছেন মাহিদুল ইসলাম। রোস্টন চেজ আর ম্যাথু ফোর্ডের বদলে কুমিল্লা একাদশ সাজিয়েছে রেমন রেফার আর আমির জামালকে নিয়ে। এদিকে বাজে ফর্মের কারণে রংপুরের একাদশে জায়গা হারিয়েছেন রনি তালুকদার। আর বদলে ফজলে রাব্বি এসেছেন একাদশে। রিপন ম-লের বদলে এসেছেন হাদান মুরাদ। অর্থাৎ একাদশে বিশেষজ্ঞ বোলার বলতে কেবল হাসান মুরাদ।
রংপুর রাইডার্স একাদশ : ফজলে রাব্বি, নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী, হাসান মাহমুদ, বাবর আজম, ব্রেন্ডন কিং, হাসান মুরাদ, মোহাম্মদ নাবি ও আজমতুল্লাহ ওমরজাই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম, তাওহীদ হৃদয়, জাকের আলি, এলিস ইসলাম, খুশদিল শাহ, রেমন রেফার তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, আমির জামাল ও মুশফিকুর রহমান।