বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যার রহস্য উদঘাটন হত্যার সাথে জড়িত ৩জন গ্রেফতার

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে গত ২৫ জানুয়ারী রাতে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন ও আট বছরের শিশু সন্তান রিয়াদ হোসেনকে শ^াসরোধ করে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, চাটমোহর উপজেলার দিঘুলিয়া গ্রামের মোজাম আলী ওরফে মোজাম্মেলের ছেলে মো: হোসেন আলী(৩৭), তার ছোট ভাই সাদ্দাম হোসেন(২৭) ও রাজবাড়ি জেলার খানখানাপুর দত্তপাড়ার মো: মোস্তফা মীজির ছেলে মো: হমায়ন মীজি ওরফে হৃদয়। বৃহস্পতিবার(০১ ফেব্রুয়ারী) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, টাকা ও স্বর্ণালংকারের লোভে গত ২৫ জানুয়ারী গভীর রাতে লাবনী খাতুন ও তার শিশু সন্তান রিয়াদ হোসেনকে হত্যা করে আটককৃতরা। এ ঘটনায় নিহত লাবনী খাতুনের বড় ভাই শাহাদৎ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের নামে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোপালগঞ্জ জেলা থেকে তিনজনকে আটক করা হয়। পুলিশ আটককৃতদের কাছ থেকে নগদ ত্রিশ হাজার টাকা, স্বর্ন ও রুপার অলংকার উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে, জানান পাবনার পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) হাসিবুল বেনজির।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com