সুনামগঞ্জের জগন্নাথপুরে পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীর বয়ান শোনতে হাজার হাজার মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষকে সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে আয়োজনকারীদের। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে রাণীগঞ্জ মাঠ, রাণীগঞ্জ বাজারসহ আশপাশ এলাকা। সোমবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রয়াত সকল চেয়ারম্যান-মেম্বার ও ইউনিয়নের মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় স্থানীয় রাণীগঞ্জ মাঠে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মো. ছদরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান পেশ করেন আল্লামা সিরাজ নগরী। প্রধান মেনমান হিসেবে বয়ান পেশ করেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী। বয়ান পেশ করেন, মুফতি নজরুল ইসলাম নিজামী, মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাওলানা আহমদ আজাদ, মাওলানা জমশেদ আলী কাশেমী, মাওলানা হোসাইন আহমদ নুরী, মাওলানা আবু সাইদ, অন্ধ হাফিজ দুলন আহমদ প্রমুখ। এতে সাবেক ইউপি চেয়ারম্যান মজলুল হক, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী সুন্দর আলী, ইউপি সদস্য তেরা মিয়া, নুরুল হক, আতাউর রহমান মিলাদ, কাওছার তালুকদার, আলাই মিয়া, টিপু সুলতান, কওছর মিয়া, আবদুল জলিল, সাবেক ইউপি সদস্য ইসরাক আলী, আবদুল তাহিদ জুয়েল, মমরাজ হোসেন রাজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।