সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

বীরগঞ্জ পৌর শহরকে মাদকমুক্ত করতে মাঠে মেয়র মোঃ মোশারফ হোসেন

নাজমুল হোসেন বীরগঞ্জ (দিনাজপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বলেন, মাদককে আমরা না বলি এবং খেলাধুলাকে হ্যাঁ বলি। দুষ্টু বন্ধু অথবা দুষ্টু লোকের প্রলোভনে পরে নেশায় আসক্ত হওয়া থেকে দূরে থাকবেন। পড়ালেখা মনোযোগ দিয়ে করতে হবে এবং খেলার পরিচর্চা করতে হবে। পাশাপাশি অল্প বয়সের ছেলেমেয়েরা কেউ স্মার্ট ফোন ব্যবহার করবেন না। তা নাহলে এই স্মার্ট ফোন ব্যবহার করার ফলে বিভিন্ন খারাপ গেমে আসক্ত হয়ে যাচ্ছে। এসব গেম ছাত্রদের মেধা নষ্ট করে দিচ্ছে এবং দিন দিন ধ্বংসের দিকে মেধা। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার এসব কথা বলেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর তত্ত্বাবধানে জামতলী জনকল্যাণ সমিতি এর সহায়তায় বীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে মাদকবিরোধী কর্মশালয় তিনি আরো বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলুন, অন্যকেও মানতে উৎসাহিত করুন। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপানমুক্ত রাখা এবং ধূমপান মুক্ত সতর্কতামূলক নোটিশ নিশ্চিত করা আইন অনুযায়ী বাধ্যতামূলক। তামাকজাত দ্রব্যের সকল ধরনের বিজ্ঞাপন প্রচার-প্রচারণা ও পৃষ্ঠপোষকতা আইনানুযায়ী নিষিদ্ধ। তামাকজাত দ্রব্য উৎপাদনকারী/কোম্পানি ও বিক্রেতাকে লাইসেন্সের আওতায় এনে তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে আনা ও তামাক নিয়ন্ত্রণ আইন পালনে তামাক কোম্পানি ও বিক্রেতাদের দায়বদ্ধতা নিশ্চিত করা। অপ্রাপ্ত (বয়স্কদের ১৮ বছরের নিচে) নিকট তামাক ও তামাকজাত দ্রব্য নিষিদ্ধ। ধূমপান আপনার মৃত্যুর কারণ হতে পারে, ধুমপান হতে বিরত থাকুন এটি শাস্তিযোগ্য অপরাধ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি এ কর্মশালায় যান এবং মাদকবিরোধী কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত মাদকবিরোধী ক্যাম্পেইনে গতকাল সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জ পৌরসভায় উদ্বোধন করেন মেয়র মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, পৌরসভার ইন্সপেক্টর আলহাজ্ব মোঃ হারুন অর রশীদ, বীরগঞ্জ উপজেলার জামতলী জনকল্যাণ সমিতি নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আলী, বীরগঞ্জ পৌরসভার অফিস স্টাফ আবুল হোসেন, দেলোওয়ার হোসেন আরিফ ও মোতাহার হোসেন মিন্টু, নাজমুল হোসেন প্রমুখ। এরপর বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মইনুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ, বীরগঞ্জ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকশুদা পারভিন ও বীরগঞ্জ সরকারি কলেজ এর শিক্ষকগণ কে ক্যাম্পেইন এর লিফলেট, পোস্টার ও ক্যালেন্ডার প্রদান করেন বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com