রবিবার, ২৬ মে ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এডুকেশন ওয়াচ ইসলামী ব্যাংকে শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার বিশেষ সিএসআর তহবিলের আওতায় গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক মাইলস্টোন কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা জনসংখ্যা বৃদ্ধির হারের নিচে নেমে গেছে চালের উৎপাদন প্রবৃদ্ধি উপকূলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরলেন আব্বাস ডিসি-ইউএনওদের দামি গাড়ি দেয়ার সিদ্ধান্ত রাষ্ট্রীয় অর্থের অপচয় : অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন সরকারের ক্ষমতার পেরেক যেকোনো সময় ভেঙে যাবে : রিজভী কুমিল্লায় ডা. আবু নাঈমের বাগানের কচুরিপানা দর্শনার্থীকে বিমোহিত করে

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাবুরা এলাকায় বাসের চাপায় নিহত দুই জনের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল (ইউএনও)। শুক্রবার (৯ ফ্রেবুয়ারি) বিকালে দিকে অনুদানের অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিহত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল বলেন, নিহত দুই পরিবারের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রসঙ্গত, বুধবার (সাত ফেব্রুয়ারি) বিকাল চারটায় দিকে পটুয়াখালী গলাচিপা মহাসড়কের আমখোলা ইউনিয়নের বাদুরা এলাকায় বাসের চাপায় দুই জন নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও আটজন। তাদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযায়। নিহত দুইজন হলেন উপজেলা গজালিয়া ইউনিয়নের চরহরিদেব গ্রামের মনির গাজীর ছেলে বিল্লাল ২৮ ও রুহুল আমিন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার ২৩। পারিবারিক সূত্রে জানা যায়, পটুয়াখালীতে তাদের কাজ থাকায় গলাচিপার হরিদেবপুর থেকে পটুয়াখালী জেলার উদ্দেশ্যে বাসে রওনা দেয় আমখোলার বাদুরা নামক স্থানে বাসে চাপা পড়ে নিহত হন। এতে ঘটনাস্থলেই দুই জন মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যারা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিব বিশ্বাস, সাবেক জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ইউসুফ গাজীসহ নিহত দুই পরিবারের সদস্য বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com