মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

বর্তমান সরকারের কোনো ভিত্তি নেই : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার অবৈধভাবে জনগণের অধিকার নষ্ট করে ক্ষমতায় বসেছে। তাই সরকারের কোনো ভিত্তি নেই। গতকাল রোববার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খা হলে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।সেলিমা রহমান বলেন, সরকার ক্ষমতায় বসে একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারা আইন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে, নিজেদের খেয়াল-খুশি মতো বিচারব্যবস্থা পরিচালনা করছে। তিনি বলেন ,তারা আমাদের দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেক নেতাকর্মীকে আটক রেখেছে। তাদেরকে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। লোক দেখানোর জন্য সরকার কিছু মামলা থেকে জামিন দিলেও একটি করে মামলার মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এটি অমানবিক। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান বলেন, উন্নয়নের নামে এ সরকার যা করছে তা সবই প্রহসন। একতরফা লোক দেখানো উন্নয়নের নামে ব্যাংক খালি করে ফেলেছে। এতকিছুর পরও সরকারের টনক নড়ে না। সভায় আরো উপস্থিত ছিলেন জিয়া প্রজন্ম দলের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি, মহাসচিব মোঃ সারোয়ার হোসেন রুবেল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com