দিনাজপুরের বীরগঞ্জে গোডাউনে ভুট্টা লোড-আনলোড করার সময় বস্তার খামাল ভেঙ্গে উপরে পরায় জ্যোতিস (৪৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ ব্যক্তি মারা যায়। নিহত জ্যোতিস রায় উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের টাকুয়া রায়ের ছেলে এবং অর্জুন রায়ের অধীনে ঐ কোম্পানীতে কাজ করত। উপজেলার চাকাই যদুর মোড় এলাকার বাবুল ইসলাম এর একটি গোডাউনে এ ঘটনা ঘটে। গোডাউনটি বর্তমানে নিউ হোপ নামীয় একটি ভুট্টা প্রোসেসিং কোম্পানির অধীনে ভাড়ায় চালিত। সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লেবার সরদার অর্জুন রায় জানান, নিহত জ্যোতিস রায় নিউ হোপ কোম্পানির গোডাউনে গত বৃহস্পতিবার দুপুরে ভুট্টার বস্তা সরানোর সময় খামাল ভেঙ্গে উপরে পড়ে যায়। গুরুতর অবস্থায় জ্যোতিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এ বিষয়ে নিউ হোপ কোম্পানীর গোডাউনে দায়িত্বরত সোহেল রানা জানান দূর্ঘটনা কবলিত হয়ে শ্রমিক নিহতের ঘটনা কর্তৃপক্ষ কে জানানো হয়েছে, মানবিক দিক বিবেচনা করে তারাই ঘটনাটির সঠিক সিদ্ধান্ত নিবেন।